Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রিয়া জান্নাতুলকে সরিয়ে আসছেন মাহিয়া মাহি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৯:৩৩ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৯:৩৩ PM

bdmorning Image Preview


রায়হান রাফির আপকামিং সিনেমা ‘স্বপ্নবাজি’। বেশ কয়েক মাস আগেই এই সিনেমাটির ঘোষণা দেন তিনি। সেই সময়ে সিনেমার পোস্টারও শেয়ার করেন তিনি।

তবে এই সিনেমাটিতে প্রধান চরিত্রে কারা অভিনয় করছেন তা এখনও নিশ্চিত করেননি তিনি। শোনা যাচ্ছিল সিনেমাটিতে হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ থাকছেন। গত মার্চ মাসে এটাও শোনা গিয়েছিল যে এই ছবিতে নায়িকা হিসাবে থাকছেন প্রিয়া জান্নাতুল।

তবে এখন শোনা যাচ্ছে প্রিয়ার পরিবর্তে মাহিয়া মাহি থাকতে পারেন সিনেমাটিতে। সম্প্রতি রায়হান রাফি মাহির সাথে তোলা সেলফি তার ফেসবুক আইডিতে শেয়ার করেন এবং এই ঢালিউড সুন্দরীকে ট্যাগ করে উনি লিখেন ‘স্বপ্নবাজি’। এই ক্যাপশন দেখার সাথে সাথে অনেকেই মনে করছেন সিয়ামের বিপরীতে সিনেমাটিতে দেখা যাবে মাহিকে।

রায়হান রাফি জানিয়েছেন, ‘স্বপ্নবাজি’ সিনেমাটির গল্প হবে মৌলিক। সিনেমাটিতে ফ্যাশন দুনিয়ার ভেতরের গল্প থাকবে। সেখানকার টানাপোড়নের বিষয়টি তুলে ধরা হবে। তিনি আরও জানিয়েছেন, সিনেমাটি হতে যাচ্ছে বিগ বাজেটের।

সিনেমাটির সাথে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন. শুধু কস্টিউমের জন্যই ২২ লাখ টাকা খরচ করা হবে।

Bootstrap Image Preview