Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে পৃথক দুটি অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৪:০৪ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৪:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তর বিভাগের একটি টিম রাজধানীর ভাটারা ও শাহবাগ থানা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। 

২২ মে, ২০১৯ বিকাল ৪ টা ২৫ মিনিটে ভাটারা থানাধীন কুড়াতলী কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মো. হোসেন (২১) ও রাসেল আহাম্মেদ (২৮)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

একইদিন রাত ৮টা ৫ মিনেটে শাহবাগ থানাধীন সরকারি কর্মচারি হাসপাতালের পশ্চিম পার্শ্বে অপর এক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি-পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মোঃ রাজু শেখ (২৪) ও মোঃ আল-আমিন মোল্লা (১৯)। তাদের হেফাজত হতে ১৫০ বোতল ফেন্সিডিল ও  ১টি প্লাস্টিকের কন্টেইনারে থাকা ৫ লিটার খোলা ফেন্সিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা যশোর সীমান্ত এলাকা হতে ফেন্সিডিল এবং ব্রাহ্মনবাড়িয়ার সীমান্ত এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করত।

Bootstrap Image Preview