Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সড়ক সংস্কারে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ০৯:২৩ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ০৯:২৩ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার দেবহাটার নওয়াপাড়ায় সংস্কার সড়কের কাজ শেষ হতে না হতেই পিচ উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। আর এতে স্থানীয়রা ফুঁসে উঠেছে ঠিকদার আবুল কালামের বিরুদ্ধে। তবে এ ঘটনায় ঐ ঠিকাদার দাবি করেছেন, রাস্তা সংস্কারে অতিমাত্রায় কেরাসিনের ব্যবহার ও স্থানীয়দের কারসজিতে রাস্তা সংস্কারের পরপরই নষ্ট হতে বসেছে।

উপজেলা এলজিইডি অফিস সূত্র জানায়, হাদীপুর-জগন্নাথপুর আলিম মাদ্রাসা থেকে বিলগামী ৯৭৫ মিটার এবং সখিপুর আর এন্ড এইচ থেকে কেয়ার রোড পর্যন্ত ৬৮৫ মিটার রাস্তা পিচ করার জন্য একটি প্যাকেজে মোট ৫৪ লক্ষ ৭৮ হাজার ১৮৫ টাকার কাজ বরাদ্দ করা হয়।

এলজিইডির আওতায় সড়ক সংস্কারে কাজ পায় উপজেলার খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা ও মেসার্স সালেহা এন্টারপ্রাইজ পরিচালক আবুল কালাম গত ১১ এপ্রিল দরপত্র অনুযায়ী কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠাান। যার কাজের সময় নির্ধারণ করা হয় ০২-০৭-১৯ ইং পর্যন্ত।

কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠানটি নিন্মমানের ইটের খোয়া এবং অন্যান্য নিন্মমানের সরঞ্জামাদী দিয়ে কাজ শুরু করলে স্থানীয়দের চপের মুখে পড়ে দুর্নীতি পরায়ন ঠিকাদার আবুল কালাম। পরে তড়িঘড়ি করে কাজ শেষ করে আবুল কালাম। পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম ও জেলা এলজিইডি'র ইঞ্জিনিয়ারকে জানান।

পরবর্তীতে জেলা এলজিইডির ইঞ্জিনিয়ারের ঐ সড়কটি সরেজমিনে পরিদর্শনে কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সত্যতা মেলে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি অদৃশ্য কারণে ঐ সড়কটিতে পুনরায় কোন কাজ করেননি। বৃহস্পতিবার ঐ সড়কটিতে সংবাদকর্মীদের উপস্থিতিতে স্থানীয়রা অনিয়মের বিষয়গুলো তুলে ধরেন।

বিষয়টি নিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী আবুল কালাম বলেন, কেরোসিন বেশি পড়ে যাওয়ায় ও সড়কে গোবর থাকায় পিচ উঠে আসছে। এছাড়া রাস্তা নষ্ট হওয়াার পিছনে স্থানীয় লোকজন কারসাজি রয়েছে বলে জানান তিনি।

পরে বিষয়ে দেবহাটা উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম জানান, সড়ক যেখানে খারাপ করা হয়েছে সেখানে সেখানে ঠিক করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলা হয়েছে। কিন্তু এলজিইডির তত্ত্বাবধানে এই ধরনের অনিয়মের মধ্যে কাজ কিভাবে করে তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, সংস্কার সড়কের কাজে অনিয়মের বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তিনি এলজিইডির সংশ্লিষ্টদেরকে জানানো হয়েছে তাদের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Bootstrap Image Preview