Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় গাছের ডাল ভেঙে পড়ে যুবকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ মে ২০১৯, ১০:০০ PM
আপডেট: ২৩ মে ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
প্রতীকী


সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া গ্রামে গাছের ডাল ভেঙে কাঁধে পড়ে আজিবর গাজী (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ মে ঘূর্ণিঝড় ফণির আঘাতে ঘরের পাশে থাকা শিশু গাছের একটি বড় ডাল ঘরের উপরে ভেঙে পড়ে। পরদিন (৫ মে) সকালে পরিবারের সদস্যদের সাথে নিয়ে ডালটি কেটে নিচে নামানোর সময় তা আজিবর আলির কাঁধে ভেঙে পড়ে।

এ সময় মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে ক্রমশ অবস্থার অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে ঢাকায় প্রেরণ করেন।

Bootstrap Image Preview