Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কখন, কোথায় দেখবেন বিশ্বকাপে মাশরাফিদের প্রস্তুতি ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১০:৩৮ AM
আপডেট: ২৪ মে ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


সব দলই এর মধ্যেই পৌঁছে গেছে বিশ্বকাপের দেশ ইংল্যান্ডে। ৩০ মে থেকে ইংল্যান্ড ও আফ্রিকা ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসরের পর্দা উঠতে যাচ্ছে। তবে মূল আসর শুরুর আগে অংশ নেওয়া দলগুলো নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচে অংশ নেবে। 

বিশ্বকাপের আসর শুরুর আগে গা গরমের জন্য ২৪ মে থেকে চলবে ২৮ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রস্তুতি ম্যাচে। প্রতিটি দলই দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই অনুসারে ২৬ মে কার্ডিফে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। একই ভেন্যুতে ২৮ মে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। 

প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশে ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), গাজী টেলিভিশন (জিটিভি), মাছরাঙা টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

চলুন দেখে নিই বিশ্বকাপের প্রস্ততি ম্যাচে সূচি

Bootstrap Image Preview