এবারের লোকসভা নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আসন দুটি হচ্ছে উত্তর প্রদেশের আমেথি ও কেরালার ওয়েনাড়।
উত্তর প্রদেশের আমেথিতে ২০০৪ সাল থেকে জয়লাভ করে আসছিলেন রাহুল। শুধু তা-ই নয়, এই আসনে তার আগে গান্ধী পরিবারের প্রার্থীই বিজয়ী হয়ে আসছিলেন। এটি ছিল তার পরিবারের একটি দুর্গ।
এবার এই আসনে তার বিরুদ্ধে লড়াই করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। চূড়ান্ত ফলাফলে এবার ইরানির কাছে ৫৫ হাজার ১২০ ভোটে হেরে যান রাহুল।
তবে আমেথিতে হারলেও কেরালার ওয়েনাড়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছেন রাহুল। সেখানে তিনি বিজয়ী হয়েছেন ৪ লাখ ৩১ হাজার ৭৭০ ভোটে।