ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে একবার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বৃহস্পতিবার (২৩ মে) মোদির ৩৪৯ আসনে বিশাল জয়ের পর বহু বলিউড তারকারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই তালিকায় রয়েছেন বিখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপও।
তবে উৎসবমুখর পরিবেশে নরেন্দ্র মোদির এক অনুগামী ঘটিয়ে বসলেন অপ্রীতিকর এক কাণ্ড। ইন্সট্রাগ্রাম পোস্টে সরাসরি পরিচালক অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকি দিলেন তিনি। আর এতেই চটেছেন পরিচালক। মোদিকে শুভেচ্ছা বার্তায় ওই অনুগামীর এমন অসভ্য আচরণের জন্যও অভিযোগ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস জানিয়েছে, রাম সাংঘাই এক ব্যক্তি, যিনি নিজেকে মোদির অনুরাগী বলে দাবি করেন। তার নামের আগে বসানো রয়েছে চৌকিদার শব্দ।
বৃহস্পতিবার মোদি ভক্তের এমন আচরণে অনুরাগের টুইটে এক উদ্বিগ্ন বাবার মনের আশঙ্কার কথাই প্রকাশ হয়েছে।
অনুরাগ মোদিকে টুইট করে লিখেন, ‘প্রিয় নরেন্দ্র মোদি স্যার, শুভেচ্ছা আপনার জয়ের জন্য। দয়া করে বলুন, আপনার অনুগামী যারা এই জয়কে আমার মেয়েকে হুমকি দেওয়ার মাধ্যমে পালন করছে, তাদের সঙ্গে কী আচরণ করব।’
অনুরাগের এই টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদি।