Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাবেক বান্ধবীর করা মামলায় গ্রেফতার ম্যারাডোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১২:৫৪ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ১২:৫৪ PM

bdmorning Image Preview


কাঁধের চোটে অস্ত্রোপচার করানোর জন্য মেক্সিকো থেকে দেশে ফিরছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। কিন্তু সাবেক বান্ধবী রোকিও অলিভিয়ার কথা মামলায় নিজে দেশের বিমান বন্দরে নামার পরেই গ্রেপ্তার হলেন আর্জেন্টাইন কিংবদন্তী 

আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মেক্সিকো থেকে ফেরার পর দেশটির রাজধানী বুয়েন্স এইরেসে আটক করা হয় ম্যারাডোনাকে।

গত বছরের ডিসেম্বরে অলিভিয়েরার সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানেন বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। মূলত তখন থেকেই ম্যারাডোনার উপর খেপেছিলেন অলিভিয়েরা। পরবর্তীতে অর্থনৈতিক ক্ষতিপূরণ হিসেবে ম্যারাডোর বিরুদ্ধে ৯ মিলিয়ন ডলারের মামলা ঠুকে দেন তিনি।

আগামী ১৩ জুন এই মামলার শুনানি হবে। তবে সেখানে ম্যারাডোনাকে উপস্থিত না থাকলেও চলবে, সেক্ষেত্রে তার আইনজীবীকে অবশ্যই থাকতে হবে।

Bootstrap Image Preview