শেখ হাসিনার সরকার অমানবিক নয়। বেগম জিয়া আদালতের আইনের কারণে জেলে বন্দী আছে। তবে সরকার বেগম জিয়ার প্রতি কোন প্রকার অমানবিক আচরণ করবে না। যে আচরণ কারণে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ মে) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
অসুস্থতা কাটিয়ে প্রায় আড়াই মাস পরে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় আওয়ামী লীগের সাংগঠনিক কর্মসূচি নিয়ে এসময় আলোচনা করেন ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ভারতের নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদি ইতিহাসকে অতিক্রম করেছে। জনগণ তাকে ভোট দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। আমাদের প্রধানমন্ত্রী তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন এবং টুইট বার্তা দিয়েছেন।
তার সরকারের আমলে আমাদের সীমান্ত নিয়ে সমস্যা তিস্তা চুক্তিসহ সব সমস্যার সমাধান হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।