Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শনিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৫ মাস যেতে না যেতেই বাবা হচ্ছেন কপিল শর্মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০২:০৬ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


দীর্ঘদিনের বান্ধবী গিনির সঙ্গে গত ১২ ডিসেম্বরে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন বিশিষ্ট কৌতুকশিল্পী কপিল শর্মা। সম্পূর্ণ শিখ রীতি মেনে পাঞ্জাবের জলন্ধরে ঘটা করেই আয়োজন করা হয়েছিল কপিল ও গিন্নির বিয়ের অনুষ্ঠান। বিয়ের পর অমৃতসর, দিল্লি ও মুম্বাইতে কপিল ও গিনির রিসেপশন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। 

এবার গুনজন শোনা যাচ্ছে খুব শিগগিরই বাবা হতে যাচ্ছেন কপিল শর্মা।

সংবাদবমাধ্যম জি-নিউজের মাধ্যমে জানা যায়, কপিলের বাবা হওয়ার খবর ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়। জানা গেছে, কপিল শর্মার মা ইতিমধ্যেই গিনির দেখাশোনা করতে মুম্বইতে এসে থাকছেন। 

যদিও বাবা হওয়ার খবর কপিলও গিনির তরফে অবশ্য জানানো হয়নি। তবে কপিলের বাবা হতে চলার খবরে আপাতত তার পরিবারে সকলেই বেশ খুশি।

ভারতের কৌতুকশিল্পীদের মধ্যে কপিলের নাম  গিনেস বুক অব ওয়ার্ল্ড রের্কডে রয়েছে।

Bootstrap Image Preview