Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৭ বছর খ্রিস্টান ধর্ম প্রচার করে ইসলাম গ্রহণ মার্কিন নারীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০২:১৮ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০২:১৮ PM

bdmorning Image Preview


এক সময় খ্রিস্টান ধর্ম প্রচারক ছিলেন মার্কিন এই নারী। টানা ৭ বছর ধরে করেছেন খ্রিস্টান ধর্মের প্রচার। কিন্তু অবশেষে ইসলাম ধর্মের মহিমায় মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি। নবমুসলিম ওই নারীর নাম সুই ওয়াটসন। 

ইসলাম গ্রহণ করার পর তার নাম পরিবর্তন করে রাখেন খাদিজা ওয়াটসন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম তার। ধর্মতত্ত্বের ওপর রয়েছে তার সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা।

ইসলাম গ্রহণ করা সম্পর্কে তিনি আরব নিউজকে জানিয়েছেন, আমি একদিন এক নারীর সঙ্গে দেখা করি যিনি ইসলাম গ্রহণ করেন। আমি তাকে ইসলামের চোখে কিভাবে নারীদের দেখা হয় তা জানতে চাই।

আমি তার উত্তর শুনে অবাক হই যে নারীদের সমান ও শ্রদ্ধার চোখে দেখা হয় ইসলামে।

এরপর আমি তার কাছে আল্লাহ এবং হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে জানতে চাই। এর জবাবে তিনি আমায় এক ইসলামিক সেন্টারে নিয়ে যান।

সেখানে তারা আমায় কিছু বই দিয়ে তা পড়তে বলে। তা পড়ে আমি মুগ্ধ হয়ে যাই। যতই এসব পড়তে থাকি আমার ইসলামের প্রতি মুগ্ধতা বাড়তেই থাকে। শেষমেশ ইসলাম গ্রহণ করি।

বর্তমানে খাদিজা তিনি সৌদি আরবের জেদ্দায় আল-হামরা এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক।

Bootstrap Image Preview