Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ধোনিকে পাঁচ নম্বরে ব্যাটিং করাতে চান শচীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০২:৩৪ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০২:৩৪ PM

bdmorning Image Preview


আসন্ন বিশ্বকাপে অন্যতম ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামছে কোহলির দল ভারত। ব্যতিক্রম নয় বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকারও। তার পছন্দের সেমি ফাইনালিস্টদের তালিকায় জায়গা পেয়েছে ভারত। 

এদিকে বিশ্বকাপ দল ঘোষণার আগেই ভারতীয় দলে সবচেয়ে চর্চিত বিয়ষ ছিল ধোনির ব্যাটিং অর্ডার। অনেকেই ধোনিকে চার নম্বরে ব্যাটিং করানোর পরামর্শ দিয়েছেন। তবে এই ক্ষেত্রে কিছুটা ভিন্ন মত দিয়েছেন শচীন। ধোনিকে পাঁচ নম্বরে ব্যাটিং করালেই যথার্থ হবেন বলে মনে করেন তিনি। 

শচীন বলেন, ‘আমার ব্যক্তিগত মত, ধোনির পাঁচ নম্বরে ব্যাট করা উচিত৷ আমি জানি না ঠিক কোন কম্বিনেশনে ভারত খেলতে নামবে৷ তবে যদি রোহিত শিখর ওপেন করে এবং কোহলি তিন নম্বরে, তাহলে চারে পরিস্থিতি অনুযায়ী যে কাউকে নামিয়ে পাঁচে ধোনির আসা দরকার৷ ধোনির পরে হার্দিক পান্ডিয়ার মতো আগ্রাসী ব্যাটসম্যানের মাঠে নামা উচিত৷’

তিনি আরও বলেন, ‘ধোনিকে পাঁচে নামালেই ওর অভিজ্ঞতা কাজে লাগানো যাবে যথাযথভাবে৷ ধোনি শেষ পর্যন্ত ইনিংসকে টেনে নিয়ে যেতে পারবে৷ শেষ দিকে হার্দিকের সঙ্গে ও নিজেও আগ্রাসী ব্যাটিং করতে পারবে৷ ৫-৮ নম্বর পর্যন্ত ফিনিশারদের ব্যাট করা উচিত, যারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে৷’

Bootstrap Image Preview