Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পত্নীতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কৃষক নিহত

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৪:৩৮ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৪:৩৮ PM

bdmorning Image Preview


নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার নির্মইল ইউনিয়নের শ্যামপুর গ্রামের তার নিজ আমবাগানে এ ঘটনা ঘটে। নিহত মিন্টু ওই গ্রামের শফি উদ্দীনের ছেলে।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী  নিহতের ঘটনা নিশ্চিত করে জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যারাতে বাড়ির পাশে নিজ আমবাগানের নার্সারি থেকে চাড়াগাছ উত্তোলনের কাজ করছিলেন।

এসময় বাগানের ভেতর ওৎপেতে থাকা দুর্বৃত্তদের উপযুপরি ছুরিঘাতে তিনি নিহত হন। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহণের প্রস্তুতি চলছে।  

Bootstrap Image Preview