Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মমতাকে নিশ্চিহ্ন করতেই বিজেপিতে এসেছি: মুকুল রায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৫:০১ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৫:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে নিশ্চিহ্ন করতেই নাকি বিজেপিতে এসেছেন মুকুল রায়। ভারতের লোকসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজেপির জয়ের পর এই কথা বলেন তিনি। 

এবারের নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ফলে ২০১৯ ফের সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। এজন্য নিজেকে সার্থক মনে করছেন তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে আসা মুকুল রায়।

বিজেপি নেতা মুকুল রায় বলেন, আমি তৃণমূল থেকে বিজেপিতে এসেছি ধস নামানোর জন্যই৷ তৃণমূল কংগ্রেস দলটিকে বাংলা থেকে তুলে দিতে হবে৷ বাংলার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে দিচ্ছে তৃণমূল৷ সেই পরিবেশ ফিরিয়ে আনতে তৃণমূলকে বাংলা থেকে মুছে ফেলতে হবে।

তার কথায়, তৃণমূলের ধ্বংস শুরু হয়েছে৷ এই রাজনৈতিক দলটির কোনও অস্তিত্ব থাকবে না৷ কংগ্রেস বা সিপিএমের কর্মীরা তৃণমূলের হাতে মার খেতে খেতে দেখেছে যে তাদের বাঁচাতে পারে একমাত্র বিজেপি৷

Bootstrap Image Preview