Bootstrap Image Preview
ঢাকা, ০৭ বুধবার, মে ২০২৫ | ২৪ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যাকাত সংগ্রহের লক্ষ্যে চট্টগ্রামে পালিয়ে আশা ৫৪ রোহিঙ্গা আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৫:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভিক্ষা ও যাকাত সংগ্রহের লক্ষ্যে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে পালিয়ে আশা ৫৪ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ চট্টগ্রাম।

বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরীর কাজীর দেউড়ি, সার্কিট হাউস ও আউটার স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার কর্তৃপক্ষ।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রমজানের শুরু থেকে বেশ কয়েক বার থানা স্থানীয়রা লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন যে এমএ আজিজ স্টেডিয়াম এলাকায় রোহিঙ্গা নারী , শিশু ও পুরুষরা ভিক্ষা করছে এবং নানা বিব্রতকর পরিবেশ সৃষ্টি করে অর্থ দায়ের চেষ্টা করছে।

আর এমন অভিযোগের ভিত্তিতে আমরা গতকাল রাত থেকে আজ ২৪ মে ভোর পর্যন্ত নগরীর বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করলে  ৩২ জন শিশু, আট জন পুরুষ ও ও ১৪ জন নারী আটক করতে সক্ষম হই।

ওসি আরও জানান, তাঁরা দিনের বেলায় ওই এলাকায় ও বিভিন্ন স্থানে ভিক্ষা করত এবং বিভিন্ন সময় যাকাতের জন্য আশের পাশের এলাকাগুলোতে ঘুরে বেড়াত। মূলত তারা কাজীর দেউড়িসহ আশপাশের এলাকায় অবস্থান করছিল দীর্ঘদিন ধরে।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের থানার আওতাধীন এলাকা রোহিঙ্গামুক্ত। আর যাদের আটক করা হয়েছে সবাই কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিস্তারিত তথ্য পাওয়া গেলে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে।

Bootstrap Image Preview