Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রথম দিনেই দেড়শতাধিক সমলিঙ্গের বিয়ে, আবেগাপ্লুত সমকামী যুগলরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৫:৪৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৫:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এশিয়ায় প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়েকে আইনি বৈধতা দিয়েছে তাইওয়ান। আইনটি কার্যকর হওয়ার প্রথম দিনেই দেশটিতে ১৬০ জোড়ার বেশি সমলিঙ্গ জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, সকাল থেকেই তাইপেই দ্বীপের বিবাহ নিবন্ধন কার্যালয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিবাহ-ইচ্ছুক আবেগাপ্লুত সমকামী যুগলদের।

বিয়ে নিবন্ধন করা প্রথম জুটির শেইন লিন অশ্রুসজল চোখে বলেন, নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি। এখন আমি চিৎকার করে বলতে পারব আমি একজন সমকামী এবং বিয়ে করতে যাচ্ছি।

নিবন্ধন কার্যালয়ের কাছেই একটি পার্ক রংধনুর সাজে সাজানো হয়েছে। বিয়ের পর হাত ধরাধরি করে সেখানে হাঁটছিলেন নবদম্পতিরা। সেখানে উপস্থিত ছিলেন দম্পতিদের পরিবার-স্বজন, বন্ধু, কূটনীতিক ও গণমাধ্যমকর্মীরা।

শুক্রবার প্রায় ৩০০ সমকামী যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে পারে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে এপি।

প্রসঙ্গত, গত ১৭ মে এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ে আইনগতভাবে বৈধ ঘোষণা করে একটি বিল পাস করে তাইওয়ান সংসদ।

Bootstrap Image Preview