Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে ‘মাফিয়া’ রশিদের বাড়িতে বিরল বনরুই

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৬:১৬ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৬:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


কুড়িগ্রামের কচাকাটা থেকে বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ।

কচাকাটা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে থানার বলদিয়া ইউনিয়নের কাশিমবাজার এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে এ বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আজ প্রাণীটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হবে। তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি।

এলাকাবাসী জানায়, রশিদ মাফিয়া চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি বনরুইটি বিক্রির উদ্দেশ্যে ভারত থেকে আনতে পারেন।

এদিকে প্রাণীটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনাতা থানায় ভিড় করছে।

কচাকাটা থানার ওসি ফারুক খলিল জানান, বনরুইটি সুস্থ আছে, আজই বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

Bootstrap Image Preview