Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পদত্যাগ করলেন মোদি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ০৮:৫৯ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ০৮:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর নিয়ম মেনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্র মোদি। তার ইস্তফাপত্র গ্রহণ করলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, প্রধানমন্ত্রী হিসেবে প্রত্যাবর্তন করতে চলেছেন মোদি। কিন্তু আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণের আগে ইস্তফা দেওয়া রীতি। সেই রীতি মেনেই শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে ইস্তফাপত্র দেন তিনি। এর আগে মন্ত্রিসভাও ভেঙে দেওয়া হয়েছে।

শপথ গ্রহণের আগে পর্যন্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের কাজকর্ম চালানোর অনুরোধ করেছেন রাষ্ট্রপতি।

এদিকে, দেশটির সদ্যসমাপ্ত ১৭ তম লোকসভা নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ করেছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। ৫৪২ আসনের লোকসভার ভোটগণনা শুরু হয়েছিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টায়।

সর্বশেষ বিজয়ী হিসেবে অরুণাচলের পশ্চিমের একটি আসনের বিজেপি দলীয় প্রার্থী কিরেন রিজুকে ঘোষণা করা হয়। তবে নির্বাচনে একক দল হিসেবে বিজেপি ৩০৩টি আসনে জয় পেয়েছে। এছাড়া বিজেপি নেতৃত্বাধীন জোটের সঙ্গীরা ৫১ এবং দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ৫২টি আসন।

Bootstrap Image Preview