Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তরুণ ব্যবসায়ীর প্রেমে মজেছেন অধরা খান!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১০:১০ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ১০:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত


‘নায়ক’ ও ‘মাতাল’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় নতুন নায়িকা অধরা খানের। এই মুহূর্তে অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে।

এই ছবির মাধ্যমেই পরিচালক শাহীন সুমনের হাত ধরে ঢাকাই ছবিতে আগমন অধরার। একই পরিচালকের ‘বখাটে’ ছবিতে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি।

‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘মাতাল’র পর তৃতীয়বারের মতো শাহীন সুমনের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন অধরা। আসছে ঈদের পরেই ছবির শুটিংয়ের পরিকল্পনা করছেন নির্মাতা।

এদিকে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন উঠেছে, একজন তরুণ ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অধরা। ছেলের পরিবারের বিদেশে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন তিনি।

এ ব্যাপারে থেকে অধরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। এছাড়া ব্যক্তিগত কোনও বিষয়ে আপাতত কথা বলতে আগ্রহী নন বলেও জানান।

সম্প্রতি ঢাকাই ছবির আলোচিত নায়িকা জলিও দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। কিছুদিন আগেই আরেক প্রবাসীকে বিয়ে করেছেন তমা মির্জা। অধরা খানও কি সেই পথেই হাঁটছেন।

Bootstrap Image Preview