Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিষ্টির দোকান থেকে ১০ বস্তা গরিবের চাল উদ্ধার করলেন ইউএনও

নবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১০:১৬ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview


দিনাজপুরের নবাবগঞ্জে এক মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১০ বস্তা ভিজিডির চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মশিউর রহমান।

শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলার দাউদপুর বাজারের রাজু দই মিষ্টি ভাণ্ডারে অভিযান চালিয়ে উল্লেখিত চালের বস্তা উদ্ধার করেন তিনি।

এ ঘটনায় অভিযুক্ত দোকান মালিক মোঃ মজমুল হক জানান, দাউদপুর ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের সদস্যা মোছা. জামেনা বেগম চালগুলো তার দোকানে রেখে গেছেন। কিন্তু সেই সময় তিনি দোকানে উপস্থিত ছিলেন না।

এ বিষয়ে দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহেল আজিম সোহাগ জানিয়েছেন, বৃহস্পতিবার (২৩ মে) ইউনিয়ন পরিষদ থেকে বিগত ৫ মাসের ভিজিডির চাল এক সাথে দেয়া হয়। লাভলী বেগম ও হাবিবা বেগম নামক দুই কার্ডধারীর চাল এক সাথে করে ইউপি সদস্যা জামেনা বেগম তার ভাগিনার (বোনের ছেলে) দোকানে রাখেন।

কিন্তু নিজ বাড়িতে না নিয়ে কেনো দোকানে চালগুলো সংরক্ষণ করেছিলেন- এ বিষয়ে তিনি নিজে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

এ ঘটনায় জামেনা বেগমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, এ বিষয়ে জড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview