Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ট্রেনের ৬১ আসনের ৫০টি টিকিটসহ কালোবাজারি গ্রেফতার

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ মে ২০১৯, ১০:২৩ PM
আপডেট: ২৪ মে ২০১৯, ১০:২৩ PM

bdmorning Image Preview


চট্টগ্রামে কোতোয়ালীর তিন পোলের মাথা এলাকা থেকে ৬১ আসনের ৫০টি ট্রেনের টিকেটসহ মো. রুস্তম আলী প্রকাশ জাহাঙ্গীর (৪৭) নামে এক কালোবাজারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৪ মে) ভোররাতে তাকে নগরীর তিন পোলের মাথা এলাকার কাদের টাওয়ারের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুস্তম আলী মিরসরাই উপজেলার মিঠানলা এলাকার সেরাজুল হকের ছেলে। তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৬১ আসনের ৫০টি টিকেট উদ্ধার করা হয়েছে।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন ট্রেনের ৬১ আসনের ৫০টি টিকেট কালোবাজারি রুস্তম আলীকে গ্রেফতার করা হয়। রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এসব টিকিট সংগ্রহ করে রুস্তম। তার সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করা হবে। 

Bootstrap Image Preview