মোবাইল ফোনের চার্জার মুখে দেয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার ভারতের দিল্লির মুস্তফাবাদে এই ঘটনা ঘটে।
জানা যায়, দিল্লির মুস্তাফাবাদের বাসিন্দা রাজিয়া তার মেয়েকে নিয়ে বাপের বাড়ি বুলন্দশহরের জাগাঙ্গিরবাদে এসেছিলেন। তখন বাড়ির কোন সদস্য মোবাইল ফোন চার্জ করার জন্য চার্জ অন করেছিলেন।
এরপরে চার্জারের সুইচ বন্ধ না করায় রাজিয়ার ২ বছরের কন্যা চার্জারটি মুখে নিলে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শিশুটির মৃত্যু হয়।
পুলিশ বলছে, পরিবারের কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই এই বিষয়ে কোন অভিযোগ দায়ের হয়নি। তবে কেউ এসে অভিযোগ দায়ের করতে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।