Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাশরাফির ভাবনায় তিনটি ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৯:৩০ AM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৯:৩০ AM

bdmorning Image Preview


২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ দল। সেই আসরে গ্রুপ পর্বে ইংল্যান্ডে হারিয়ে প্রথমবারের মতো কোয়াটাটে উঠেছিল তারা। এই আসরে মাশরাফিদের প্রথম তিনটি ম্যাচের প্রতিপক্ষ  দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড ও এই মুহুর্তে ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ বাড়তি গুরুত্বের সঙ্গে দেখছেন মাশরাফি। বৃহস্পতিবার দশ দেশের অধিনায়ককে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছিল আইসিসি। সেখানেই তিনি এমনটা জানিয়েছেন। 

সবশেষ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ডের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। ভালো ছন্দে থেকেই আসরের প্রথম তিনটি ম্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘‘আমাদের পক্ষে বিশ্বকাপে দারুণ কিছু করা কঠিন কারণ প্রথম তিনটি ম্যাচই মারাত্মক শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে হবে।’’ 

ইংল্যান্ড রওনা হওয়ার আগে সাংবাদিকদের তিনি আরও বলেন, ‘‘প্রথম তিন ম্যাচে জেতাটাই সবচেয়ে বেশি শক্ত।’’

‘‘শেষ পাঁচ-সাত বছরে আমাদের ম্যাচ থাকলেই প্রচুর বাংলাদেশের ভক্ত স্টেডিয়ামে ভিড় করছে। আমাদের জয় দেখা ছাড়া অন্য কিছু ওরা ভাবতেই পারে না,’’ বলেছেন মাশরাফি।

বাংলাদেশ অধিনায়ক আরও কথা, ‘‘মনে রাখতে হবে, বিশ্বকাপটা কিন্তু একেবারে অন্যরকম টুর্নামেন্ট। হালফিলে ইংল্যান্ডে হওয়া ম্যাচগুলোর দিকে লক্ষ্য করুন। দেখবেন সব ম্যাচেই প্রায় প্রচুর রান উঠেছে। তাই ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে হলে অন্য রকম মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে।’’

Bootstrap Image Preview