Bootstrap Image Preview
ঢাকা, ২৪ রবিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানকে বিশ্বকাপ ফাইনালে দেখছেন আফ্রিদী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১১:০২ AM
আপডেট: ২৫ মে ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে সে ভাবে কেউ আশায় বুক না বাঁধলেও শাহিদ আফ্রিদী কিন্তু জাতীয় দল নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাঁর সাফ কথা, ‘আমার মনে হয়, পাকিস্তানের টিম কম্বিনেশন ঠিকঠাকই হয়েছে।’ 

আবেগের বশবর্তী হয়ে কোনও কথা বলছেন না বলেই দাবি আফ্রিদির। বরং আফ্রিদির ব্যাখা, ‘আমাদের ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব নিয়ে একটা সমস্যা ছিল। কিন্তু সাম্প্রতিক যদি পারফরম্যান্স দেখেন, তা হলে বুঝতে পারবেন, পাকিস্তান ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে।’ সম্প্রতি ইংল্যান্ডে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ ০-৪ হেরেছে পাকিস্তান। কিন্তু ঘটনা হল, প্রায় সব ম্যাচেই ৩০০ প্লাস রান তুলেছে পাকিস্তান। 

বিশ্বকাপে টিমে জুনিয়র আর সিনিয়রের সঠিক ভারসাম্য বলে মনে করছেন আফ্রিদি। বলছেন, ‘আমাদের টিমে অনেক অভিজ্ঞতা রয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে কিছু সিনিয়রকে বিশ্রাম দিয়ে তরণদের সুযোগ দেওয়া হয়েছিল।’

Bootstrap Image Preview