Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিজেপিতে ভোট দেয়ায় রাস্তার ইট তুলে নিল তৃণমূল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ১২:৩৪ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ১২:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিজেপি প্রার্থীকে ভোট দেয়ায় রাতের অন্ধকারে রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের হেমন্ত বসু নগর ১ মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে তৈরি করা হয় ওই রাস্তা। রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার সকালে ওই এলাকার মানুষ দেখতে পান, কয়েকশো মিটার রাস্তার ইট বিক্ষিপ্ত ভাবে তুলে ফেলা হয়েছে। যার ফলে রাস্তায় তৈরি হয়েছে গর্ত। সাইকেল কিংবা ভ্যানরিকশা চলতে পারছে না।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে রাস্তা মেরামতির ব্যবস্থা করুক পঞ্চায়েত।

কদম্বগাছি গ্রামের বাসিন্দা সঞ্জয় অধিকারী বলেন, ‘ওই এলাকাটি বারাসতের সাংসদ কাকলি ঘোষদস্তিদারের লোকসভা কেন্দ্রের ৫৪ নম্বর বুথের কাছে। সেখানে এ বার বিজেপি-র ভোট বেড়েছে, তৃণমূলের ভোট কমেছে।

তাই আমরা যাতে বেহাল রাস্তায় চলাচল করতে না পারি, সেই জন্যই ফল প্রকাশের পরে তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা রাতের অন্ধকারে রাস্তার ইট তুলে ফেলে দিয়েছেন।’

রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ স্বীকার করে কদম্বগাছি পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূলের নেতা সুনীল মণ্ডল বলেন, ‘ওই এলাকায় পঞ্চায়েত ৩৮ লক্ষ টাকার উন্নয়ন করেছে।

এত খরচ করে ওই এলাকায় উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছি। তার পরেও যারা আমার বুথে বিজেপিকে ভোট দেন, তাদের কি আমি মিহিদানা, পোলাও খাওয়াব?’

সুনীলবাবু আরো বলেন, ‘ ওই রাস্তায় আর ইট পড়বে না।’ খবর- আনন্দবাজার।

Bootstrap Image Preview