Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে ৩ মুসলিমকে গাছে বেঁধে প্রহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের ১৭তম লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে মোদির দল বিজেপি। গেরুয়া শিবিরের এই বিরাট জয়ের পরপরই গোটা ভারত জুড়ে শুরু হয়ে গেছে গোরক্ষকদের তাণ্ডব। মধ্যপ্রদেশ রাজ্যের সিওনিতে গরু পাচারের অভিযোগে এক নারীসহ তিন মুসলিমকে গাছে বেঁধে পেটানো হয়েছে বলে ভারতের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতনকারীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।

নির্যাতীতরা জানিয়েছেন, তাদের শুধু গাছে বেঁধেই পেটানো হয়নি, বাধ্য করানো হয়েছে ‘জয় শ্রী রাম’ধ্বনি দিতেও।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানিয়েছেন, একটি গরু নিয়ে অটো রিকশায় চেপে সিওনি দিয়ে যাচ্ছিলেন এক নারীসহ তিন মুসলিম। কোনও ভাবে সেই খবর পৌঁছে যায় গোরক্ষকদের কানে। সঙ্গে সঙ্গে লাঠি, বাঁশ নিয়ে অটো রিকশাটিকে তাড়া করেন গোরক্ষকরা। ধরে ফেলেন অটো রিকশার ওই তিন আরোহীকে। তাদের গাড়ি থেকে নামিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। এরপর এক এক করে ধৃতদের বেধড়ক পেটাতে শুরু করেন গোরক্ষকরা। পরে তাদের মাটিতে ফেলেও প্রচণ্ড মারধোর করা হয়। বাদ যায়নি ওই নারীও, তাকেও পেটানো হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে এই মারধোরের দৃশ্য উপভোগ করেন পথচারীরা।

তার পরেই ‘জয় শ্রী রাম’ধ্বনি দিতে শুরু করেন গোরক্ষকরা। ধৃত মুসলিমদেরও বাধ্য করানো হয় ‘জয় শ্রী রাম’ধ্বনি দিতে।

গোটা ঘটনাটির ভিডিও পরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ওই ঘটনার তীব্র নিন্দা করে এআইএমআইএম দলের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি তার টুইটে লেখেন, ‘মোদির ভোটাররা এই ভাবে মুসলিমদের উপর অত্যাচার আবার শুরু করে দিল। এটাই নতুন ভারতের ছবি।’

কেবল উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, দাঙ্গা ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেও। তৃণমূলের বিভিন্ন কার্যালয় এবং মমতার ছবিতে ভাঙচুরের খবর পাওয়া গেছে। খবর- আনন্দবাজার।

Bootstrap Image Preview