Bootstrap Image Preview
ঢাকা, ১৯ সোমবার, মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোগীর পেটে মিললো ৮ চামচ, ২ ব্রাশ, ২ স্ক্রু ড্রাইভার ও ১ ছুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০২:১১ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


ভারতের হিমাচল প্রদেশে এক ৩৫ বছরের যুবক গিলে ফেলেছিলেন ছুরি, স্ক্রু ড্রাইভার, চামচ এমনকি টুথব্রাশও। আর এই সমস্ত জিনিস তার পাকস্থলী থেকে বের করেছেন চিকিৎসকরা।

সূত্রে জানা যায়, পেটে ব্যথা নিয়ে বৃহস্পতিবার (২৩ মে) হিমাচল প্রদেশের শ্রী লালবাহাদুর শাস্ত্রী নামে এক সরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি। এক্সরে করে চিকিৎসকরা জানতে পারেন পাকস্থলীর মধ্যে বেশ কিছু ধাতব বস্তু রয়েছে। যেগুলো তাড়াতাড়ি পাকস্থলী থেকে বের করে ফেলতে হবে।

এরপর তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু অস্ত্রোপচার করে এমন সব জিনিস উদ্ধার করা হল যেগুলো দেখে তাজ্জব চিকিৎসকরা।  

অস্ত্রোপচারে পাকস্থলী থেকে পাওয়া যায় ৮টি চামচ, ২টি স্ক্রুডাইভার, ২টি টুথব্রাশ ও একটি ছুড়ি। একজন সুস্থ মানুষের পক্ষে এগুলো খাওয়া একেবারেই সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।  

ওই হাসপাতালের চিকিৎসক নিখিল জানিয়েছেন, তাকে সুস্থ করার জন্য যাবতীয় চেষ্টা করা হচ্ছে। আপাতত অস্ত্রোপচার সফল। 

Bootstrap Image Preview