ফ্রান্সের অন্যতম প্রধান শহর লিওনে পার্সেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
শুক্রবার লিওনের ভিক্টর হুগো সড়কের একটি বেকারি দোকানের বাইরে এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
জানা গেছে, এ ঘটনার পর ফরাসি পুলিশ সিসিটিভি থেকে নেওয়া সন্দেহভাজন হামলাকারীর অস্পষ্ট একটি ছবি প্রকাশ করেছে। সেইসঙ্গে সংবাদ সংস্থা এএফপিকে পুলিশের একটি সূত্র জানায়, হামলাকারীর বয়স আনুমানিক ৩০ এবং একটি কালো বাইসাইকেল ব্যবহার করছিল।
এ বিষয়ে নিরাপত্তা বাহিনী জানায়, প্যাকেট বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সে সময় এতে থাকা স্ক্রু, নাট-বল্টু চারপাশে ছিটকে পড়ে। এতে আহত ১৩ জনের মধ্যে আট বছর বয়সী একটি বাচ্চা মেয়েও রয়েছে। যদিও তার আঘাত মারাত্মক নয়।
এদিকে এরই মাঝে এ ঘটনার তদন্ত শুরু করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ ঘটনার পর বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়েছে বলে জানা গেছে।