Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সভাপতির বাড়ি থেকে মসজিদের সোলার উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৯:১২ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৯:২৪ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


লালমনিরহাটের কালিগঞ্জে মসজিদ কমিটির সভাপতি আনোয়ার হোসেনের বাড়ি থেকে মসজিদের নামে বরাদ্দ সরকারি সোলার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌস আহম্মেদ অভিযান চালিয়ে আনোয়ার হোসেনের বাড়ি থেকে সোলারটি উদ্ধার করেন।

আনোয়ার হোসেন ওই উপজেলার হরিশ্বর গ্রামের বেলাল হোসেনের পুত্র এবং পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাবিখা প্রকল্পের আওতায় উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর গ্রামের বিধুয়ার মাল্লি জামে মসজিদের নামে একটি ৮৫ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার বরাদ্দ দেয় কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর। কিন্তু ওই সোলারটি মসজিদে ব্যবহার না করে মসজিদ কমিটির সভাপতি পল্লী চিকিৎসক আনোয়ার হোসেন তার নিজ বাড়িতে ব্যবহার করে আসছিলেন।

কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফেরদৌস আহম্মেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোলারটি উদ্ধার করে মসজিদে লাগিয়ে দেয়া হয়েছে।

Bootstrap Image Preview