Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের বিশ্বকাপ জার্সিতে ধোনি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৯:৫৪ AM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৯:৫৪ AM

bdmorning Image Preview


পাকিস্তানি এক ক্রিকেট ভক্ত ঘটালেন অভাবনীয় এক ঘটনা। নিজ দেশে বিশ্বকাপ জার্সির পেঠনে ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ সিং ধোনির নাম লিখিয়েছেন। যেই ছবিটি এর মধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। 

পাকিস্তানের ক্রিকেট সমর্থক শেহজাদ-আল-হাসান অর্ডার করেছিলেন পাকিস্তানের বিশ্বকাপ জার্সি। এরপর সেই জার্সির পেঠনে ধোনির নাম ও জার্সি নম্বর ৭ লিখিয়েছেন। তার পর সেই ছবি পোস্ট করলেন টুইটারে। মুহূর্তে তাঁর সেই ছবি ভাইরাল হল। 

সেই ছবির কমেন্ট বক্সে একজন লিখলেন, ভারত হোক বা পাকিস্তান, থালা-র জন্য ভালবাসায় কোনও খামতি নেই। আমরা তোমাকে ভালবাসি ধোনি। তবে কিছু সমর্থক শেহজাদের এমন উদ্যোগ ভাল চোখে নিলেন না। 

আরেক জন সমর্থক লিখলেন, ''ধোনি আগে একজন ভারতীয়। তার পর ভারতীয় ক্রিকেটার। থালা-র শ্রেষ্ঠত্বকে হাতিয়ার করে প্রচার পাওয়ার চেষ্টা করো না।''

৩০ মে শুরু হচ্ছে বিশ্বকাপ। পরদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে পাকিস্তান। আর ৫ জুন দক্ষিণ আফ্রিকার নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।

Bootstrap Image Preview