পবিত্র লাইলাতুল কদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ১৭ দিনের দীর্ঘ ছুটি দিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
শনিবার (২৫ মে) থেকে আগামী ১১ জুন (মঙ্গলবার) পর্যন্ত ছুটিতে থাকবে প্রতিষ্ঠানটি। গত ৮ মে (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে ছুটি বিষয়ক এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে যবিপ্রবির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদেরকে ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি এবং ২৫ মে থেকে ১১ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধের ঘোষণা জানানো হয়।
ইতিমধ্যে দীর্ঘ ১৭ দিনের ছুটি কাটাতে শিক্ষার্থীরা বাড়িতে ফিরতে শুরু করায় ক্যাম্পাস ও হলগুলো প্রায় খালি হয়ে পড়েছে।
উল্লেখ্য, আগামী ১২ জুন (বুধবার) থেকে পূর্বের ন্যায় ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ চলতে শুরু করবে।