Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সবজি বাগানে গাঁজার গাছ

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৪:৪০ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের জগন্নাথপুরে এবার সবজি বাগান থেকে চাষকৃত ৩টি গাঁজার গাছ জব্দ করা হয়েছে।

শনিবার (২৫ মে) বিকেলে থানা পুলিশ উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামের একটি বাগান থেকে এ গাঁজার গাছ জব্দ করে।

পরে ওইদিন রাতেই জগন্নাথপুর থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার আলীপুর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আবদুস সামাদ ওরফে আহাদের বসতবাড়ি লাগোয়া সবজি বাগানে চাষকৃত ৩টি গাঁজার গাছ পুলিশ জব্দ করেছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক আবদুস সামাদ ওরফে আহাদ বাড়ি থেকে কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানায় রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।  

 

Bootstrap Image Preview