Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ফুলবাড়ীর কৃষকের পাশে দাড়ালো পৌর ছাত্রলীগ

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০৭:৪৪ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview
ছবিঃ বিডিমর্নিং


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ- এই স্লোগানকে সামনে রেখে মজুরের অভাবে ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়া এক কৃষকের ধান কেটে সহযোগিতা করেছে ফুলবাড়ী পৌর ছাত্রলীগ।

শনিবার (২৬ মে) দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরে বারোকোনা এস্তাব নগর এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রাহিম রিয়াদের নেতৃত্বে কৃষক মিলনের ধান সেচ্ছায় কেটে দেয় ফুলবাড়ী পৌর ছাত্রলীগ।

পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রাহিম রিয়াদ বলেন, মজুরের অভাবে তাঁর ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষকের ধান কেটে দিচ্ছেন তাঁরা। ঐ কৃষকের প্রায় এক বিঘা ধান কেটে দেওয়া হয়েছে। এ সময় ছাত্রলীগের প্রায় ৩০জন নেতাকর্মি ধান কাটায় অংশ গ্রহণ করেন।
 

Bootstrap Image Preview