Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মোবাইল কিনে দিতে না পারায় প্রেমিককে ৫২টি চড় মারলো প্রেমিকা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সারা বিশ্বে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়। কিন্তু চীনের তরুণ-তরুণীরা ভালোবাসা দিবস পালন করে ২০ মে।

এ বছর ওই দিনটিতে এক প্রেমিক তার প্রেমিকার আবদার মেটাতে পারেননি। আর সেজন্য ভর দুপুরে রাস্তার মধ্যে তাকে একটানা ৫২টি চড় মারলো তার প্রেমিকা। রাস্তার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় ও পথচারীদের মোবাইলে ঘটনাটি ধরা পড়ে। ইতোমধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চীনের ডাজহৌ শহরের রাস্তায় প্রেমিককে এভাবে চড় মারার ঘটনাটি ঘটেছে। 

চীনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘটনার পর পুলিশ এসে ওই প্রেমিক-প্রেমিকাকে থানার মধ্যে নিয়ে যায়। কিন্তু প্রেমিকার হাতে চড় খাওয়ার পরও তার যাতে কোনো সমস্যা না হয় সে জন্য পুলিশের কাছে অনুরোধ করেন ওই যুবক।

পুলিশ ওই প্রেমিক-প্রেমিকাকে কাউন্সেলিং করিয়েছেন। জানা গিয়েছে, ওই প্রেমিকা অনেকদিন ধরে প্রেমিককে আর্থিক সাহায্য করে আসছিলেন। কিন্তু সাধ করে চীনের ভালোবাসা দিবসে স্মার্টফোন উপহার চেয়েছিলেন। কিন্তু তা কিনে দিতে পারেননি প্রেমিক। সেই রাগেই প্রেমিককে ওই প্রেমিকা ৫২টি চড় মেরেছেন বলে পুলিশি তদন্তে ওঠে এসেছে।

Bootstrap Image Preview