Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দীন মোহাম্মদ আই হসপিটালে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৪:২৭ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৪:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


রাজধানীর সোবহানবাগে দীন মোহাম্মদ আই হসপিটালে অপারেশন পরবর্তী চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী দীন মোহাম্মদ আই হসপিটালে চোখ পরীক্ষা করাতে যান। সেখানে তাঁর চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেয়া হয়।

অধ্যাপক ড. দীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চোখ পরীক্ষা করেন।

ডা. দীন মোহাম্মদ নুরুল হক জানান, চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চোখের ছানির অস্ত্রোপচার করান। অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ পেরিয়ে গেছে। তাই ফলোআপ চিকিৎসা করাতে আজ সকালে হাসপাতালে আসেন।

তিনি আরও জানান, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কিছু ওষুধ ও পাওয়ার বদল করে চশমা ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।

Bootstrap Image Preview