সামরিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চেয়েছে জাপান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানকে ১০৫টি যুদ্ধবিমান দিতে আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (২৭ মে) টোকিওতে একটি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ট্রাম্প।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, প্রতিরক্ষা সক্ষমতার আরও উন্নয়ন করতে জাপানের চেষ্টাকে যুক্তরাষ্ট্র সবসময়ই সমর্থন করে আসছে।
সম্প্রতি মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, জাপান বেশকিছু জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করার ক্ষমতা রাখে। যাতে সমুদ্রের ওপর যুদ্ধ বিমান উড়তে পারে।
জাপান সরকার তার দুটি ইজুমো-ক্লাস হেলিকপ্টারবাহী জাহাজকে বিমানবাহী জাহাজে পরিণত করবে যাতে সমুদ্রের ভেতর যুদ্ধ বিমান বহন ও উড়ানো যায়। তাছাড়া অত্যন্ত উঁচু মাত্রার ক্ষমতাসম্পন্ন বিমান কেনার কথাও বিবেচনা করছে টোকিও।
এদিকে, জাপানের বাণিজ্যবিষয়ক পত্রিকা নিক্কি প্রথম এফ-৩৫ বিমান কেনার খবর দিয়েছে এবং বিমান কেনার কাজে ৮৮০ কোটি ডলার খরচ হবে বলে জানা গেছে।
তবে সামিরক বিশ্লেষকরা মনে করছেন, হঠাৎ করে জাপানকে এফ-৩৫ যুদ্ধবিমান দেয়া মার্কিনি নয়া কৌশল।