জাপানে কাওয়াসাকি শহরে একদল শিক্ষার্থীদের ওপর এক হামলাকারী ছুরি দিয়ে অতর্কিতে হামলা চালিয়েছে। এতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৮ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা তাদের স্কুল বাসের জন্য অপেক্ষা করছিল। এসময় অজ্ঞাত এক ব্যক্তি হামলা চালায়।
আহত ওইসব শিক্ষার্থীদের বয়স ৬-৭ বছর বলে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে। এছাড়া বার্তা সংস্থাটি জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তার বয়স ৪০-৫০ বছর। এছাড়া হামলাকারী হামলা চালানোর পর নিজের ছুরি দিয়ে তার ঘাড়ে আঘাত করে। পরে তার মৃত্যু হয়।
জাপানের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কাওয়াসাকি শহরে নোবোরিটো স্টেশনের বাইরে একটি পার্কের কাছে দেশটির স্থানীয় সময় সকাল ৭ টা ৪৫ মিনিট নাগাদ এ হামলার ঘটনা ঘটে। হামলায় এক শিক্ষার্থী ও ৩৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি ছুরি উদ্ধার করেছে।এ হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত জানা যায়নি বলে দেশটির পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। পুলিশ এ ঘটনার তদন্ত করছে।