Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সবুজবাগে ২২ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার ১

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১২:১২ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ১২:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ২২ কেজি গাঁজা ও হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতারকৃত হলো-মো. মাসুদ মিয়া (৫০)। এ সময় তার হেফাজত হতে ২২ কেজি গাঁজা ও ৭০০ গ্রাম হেরোইন’সহ মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি বেডফোর্ড ট্রাক উদ্ধার করা হয়। ২৭ মে, ১৯ তারিখ রাত ৯.৪৫ টায় সবুজবাগ থানার অতীশ দীপংকর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (উত্তর) বিভাগের বিমান বন্দর জোনাল টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত বেডফোর্ড ট্রাক যোগে দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী জেলা হইতে অবৈধ মাদক দ্রব্য গাঁজা ও হেরোইন নিয়ে এসে সবুজবাগ থানা এলাকা’সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। এ সংক্রান্তে তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ১টি মামলা রুজু হয়েছে।
Bootstrap Image Preview