Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিকেলে বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১২:৩৩ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০২:২৮ PM

bdmorning Image Preview


মেগা এ ইভেনেন্টর আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। মূল আসর শুরুর আগে এই ম্যাচে জয় দিয়ে নিজেদের আত্ববিশ্বাসে পারদটুকু বাড়িতে নিতে চায় দুই দলই। ম্যাচটি শুরু শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩.৩০ টায়।

বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়। তাই দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে জয় চায় বাংলাদেশ। জয় পেতে মরিয়া ভারতও। কারণ নিজেদের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হারের স্বাদ পেতে হয় বিরাট কোহলির দলকে। 

সোফিয়া গার্ডেন, কার্ডিফে আজকে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতী ম্যাচ। এ ম্যাচেও বৃষ্টি বাগড়া দিতে পারে। বৃষ্টির কারণে যদি খেলা না হয় ক্ষতির ১৬ কলা পূর্ন হবে বাংলাদেশ টিমের। এ কার্ডিফ,সোফিয়া গার্ডেন ই বাংলাদেশের প্রথম প্রস্তুতী ম্যাচ পরিত্যাক্ত হয়েছে ।

এমনটাই বলছে বেসরকারি একটি টেলিভিশনের রিপোর্টে। ইংল্যান্ডের আবহাওয়া অনুমান করা খুব কঠিন, এখন ই রোদ্রজ্জল আবহাওয়া তো কিছুক্ষণ পরেই বৃষ্টির আনাগোনা।

Bootstrap Image Preview