Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে পুলিশ ভ্যানে বিস্ফোরণের তদন্ত : ডিএমপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৩:০৩ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৩:০৩ PM

bdmorning Image Preview


রাজধানীর মালিবাগে পুলিশ ভ্যানে ককটেল বিস্ফোরণের রহস্য উদঘাটনের তদন্ত কাঙ্ক্ষিত গতিতে চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার (২৮ মে) রাজধানীর নিউমার্কেটে ঈদের কেনাকাটা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা জানান।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘এ বিষয়ে এখনোই কিছুই বিস্তারিত বলা যাচ্ছে না। তবে একটি বলতে পারি এ ঘটনায় তদন্ত কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে। তদন্তে বের করার চেষ্টা করা হচ্ছে, কি উদ্দেশ্যে, কারা করছে, কেন করেছে এবং কাদের টার্গেট করে এ হামলা করা হয়েছে। আশা করি দ্রুত এ ঘটনার তদন্ত শেষ হবে।

প্রসঙ্গত, রবিবার রাত ৯টার দিকে রাজধানীর মালিবাগ মোড়ে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী পুলিশ সদস্যসহ দু’জন আহত হন। ঘটনাস্থলে থাকা পুলিশের গাড়ি পেছনের দিক থেকে আংশিক পুড়ে যায়।

Bootstrap Image Preview