Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে যাত্রীবাসী বাস উল্টে নিহত ১, আহত ৩০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৩:৪৭ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৩:৪৭ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে সেতারা আক্তার (৩৫) এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ওই বাসের অন্তত ৩০ জন যাত্রী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বড়তাকিয়া বাজারের দক্ষিণ পাশে বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সেতারা আক্তার (৩৫)। তিনি উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম ভূঁইয়ার স্ত্রী।

মিরসরাই ফায়ার স্টেশনের কর্মকর্তা রবিউল আজম রবিন জানান, চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল স্টার লাইন পরিবহনের বাসটি। এ সময় বড়তাকিয়া চক্ষু হাসপাতালের সামনে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন সেতারা আক্তার। তাকে বাঁচাতে গিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সেতারার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview