Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাহরাইন সম্মেলনে যোগ দেবে না চীন ও রাশিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মার্কিন পৃষ্ঠপোষকতায় আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় যে অর্থনৈতিক সম্মেলন অনিুষ্ঠিত হতে যাচ্ছে তাতে চীন ও রাশিয়া যোগ দেবে না। আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠেয় এ সম্মেলনকে অর্থনৈতিক সম্মেলন বলা হলেও মূলত সেখানে ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণীত বিতর্কিত ‘শতাব্দির সেরা চুক্তি’র অংশবিশেষ উন্মোচন করা হবে।

ফিলিস্তিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুয়ো ওয়েই ফিলিস্তিনের পররাষ্ট্র উপদেষ্টা নাবিল শা’তকে জানিয়েছেন, চীন ও রাশিয়া এ সম্মেলন বয়কটের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, তার দেশ ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে; তাদের ভাগ্য নির্ধারণের অধিকারের প্রতি বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানার আওতায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনাকেও সমর্থন করে বেইজিং।

Bootstrap Image Preview