Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কথা নয় বাস্তব পদক্ষেপে প্রমাণিত হবে ট্রাম্প কী চান: জারিফ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৩:৫৯ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৩:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করেছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা বহু বছর আগে পরমাণু অস্ত্রকে ‘হারাম’ বা ধর্মীয়ভাবে নিষিদ্ধ করে ফতোয়া দিয়েছেন এবং সরকার এ ফতোয়া মেনে চলছে।

জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক ফতোয়ার মাধ্যমে পরমাণু অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছেন।

জারিফ তার বার্তায় আরো বলেন, বি-টিমের অর্থনৈতিক সন্ত্রাসবাদ ইরানি জনগণের ক্ষতি করার পাশাপাশি মধ্যপ্রাচ্যে উত্তেজনা সৃষ্টি করছে। কাজেই ডোনাল্ড ট্রাম্প দৃশ্যত যেসব কথা বলছেন তার পরিবর্তে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রমাণ করুন তিনি বি-টিমের চেয়ে ভিন্ন কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন।

জারিফ এর আগে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সৌদি যুবরাজ বিন সালমান ও আরব আমিরাতের যুবরাজ বিন জায়েদকে বি-টিমের চার সদস্য বলে উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল (সোমবার) টোকিওতে জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে পুরনো দাবির পুনরাবৃত্তি করে বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে বাধা দেয়াই দেশটির ওপর চাপ সৃষ্টির পেছনে তার একমাত্র লক্ষ্য। ট্রাম্প তার হাস্যকর বক্তব্যের একাংশে দাবি করেন, তিনি ইরানের অর্থনীতির বিকাশ ও সেদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন চান। মার্কিন প্রেসিডেন্ট আবারো ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

ট্রাম্প এমন সময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বলে অভিহিত করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ১৪টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান সামরিক কাজে তার পরমাণু কর্মসূচিকে ব্যবহার করছে না।

Bootstrap Image Preview