Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কৃষি মন্ত্রণালয়ের গাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার, নারীসহ আটক ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৮:০৯ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৮:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আশুলিয়ায় অভিযান চালিয়ে কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি থেকে ৪৯০ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবাসায়ীকে আটক করেছে র‌্যাব-৪। 

মঙ্গলবার (২৮ মে) ভোরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, মাসুদ পারভেজ (৩০), রাকিন আহমেদ (২৫), শাহিন (২৪), কাজল বেগম (২৬) ও সালমা আক্তার (২০)। এরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়ি ঢাকা মেট্রো ঘ-১৩-৬৭৫৮ অপরটি ঢাকা মেট্রো চ-৫৩-৩৫৮১ আটক করা হয়।

র‌্যাব-৪ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক জানান, মঙ্গলবার ভোরে দিনাজপুর জেলা থেকে ঢাকায় ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালায় র‌্যাব।

পরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় কৃষি মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৪৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুই নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া একটি প্রাইভেটকার ও একটি বিদেশী কুকুরও উদ্ধার করেন তারা।

তিনি আরও জানান, আটক মাদক ব্যবসায়িরা দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ক্রয় করে তা রাজধানীর বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করত। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

Bootstrap Image Preview