Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্ত্রীকে ‘পিটিয়ে’ শ্বশুর বাড়িতে শিকল বন্দি জামাই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ১০:১৯ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ১০:১৯ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।

ঘটনাটি ঘটে জেলার জীবননগর উপজেলার হ্যালিপ্যাড মহল্লায়।

শিকল বন্দি জামাই ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাব হোসেন।

শিকল বন্দি সোহরাব বলেন, সম্প্রতি মোবাইলে টাকা রিচার্জকে কেন্দ্র করে আমার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি আমার স্ত্রী নিলাকে আঘাত করি। তারপর সে আমার ওপর রাগ করে বাবার বাড়ি চলে যায়। এমতাবস্থায় রোববার (২৬ মে) সন্ধ্যায় আমার স্ত্রী ও সন্তানকে ঈদের জামা কাপড় দিতে আসলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সাথে তালাবদ্ধ করে রেখেছেন এবং মারপিট করছেন।

এ বিষয়ে মামা শ্বশুর মসলেম উদ্দিন জানান, আমার ভাগ্নিকে মারপিট করার কারণে ভাগ্নে জামাইকে শিকল দিয়ে তালা বদ্ধ করে রেখেছি। সে পালিয়ে যাওয়ার পর তার বাবা-মা আমাদের নামে যেন মিথ্যা গুম মামলা দিতে না পারে এ জন্য তাকে আটকে রেখেছি। তার বাবা-মা আসলে আমরা তাকে তাদের হাতে তুলে দেবেন বলে জানান তিনি ।

Bootstrap Image Preview