Bootstrap Image Preview
ঢাকা, ১৮ রবিবার, মে ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বড় দুঃসংবাদ পেলো আফ্রিকা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১২:৪৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ আসর শুরু করছে সাউথ আফ্রিকা। তবে সেই ম্যাচে মাঠে নামার আগে দুঃসংবাদ শুনতে হল তাদের। এই ম্যাচে তারা পাচ্ছে না তাদের পেস ডিপার্টমেন্টের অন্যতম  মূল ভরসা ডেল স্টেইনকে।  

চোট পুরোপুরি কাটিয়ে উঠতে না পারায় ওভালে উদ্বোধনী ম্যাচে স্টেইনকে খেলানোর মতো ঝুঁকি নিতে চান না কোচ ওটিস গিবসন। সম্ভাবনা আছে ২ জুন বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও বিশ্রাম পাওয়ার।

স্টেইনের ইনজুরি নিয়ে তিনি বলেছেন, ‘সে (স্টেইন) এখনো প্রস্তুত নয়। বড় কোনো কিছু নয় ঠিকই, কিন্তু সে এখনো তৈরি নয়। ছয় সপ্তাহ ধরে চলা একটা টুর্নামেন্টের আগে তাকে পাওয়ার জন্য জোর করার কিছু নেই। সে প্রথম ম্যাচ খেলবে না। আমাদের ১৪ জন খেলোয়াড় আছে। স্টেইনের বিকল্প আমরা সেখান থেকেই বেছে নেবো।’

স্টেইনের চোট অবশ্য নতুন কিছু নয়। চোট কাটিয়ে উঠে যোগ দিয়েছিলেন আইপিএলের দ্বাদশ আসরে। সেখানে বেঙ্গালুরুর হয়ে মাত্র দুই ম্যাচ খেলে আবার ইনজুরিতে পড়েন। সেই চোট বয়ে নিয়েই যোগ দিয়েছিলেন বিশ্বকাপ স্কোয়াডে।

Bootstrap Image Preview