Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৯

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০২:১০ PM

bdmorning Image Preview
প্রতিকী ছবি


রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। 

মঙ্গলবার (২৮ মে) সকাল ৬টা থেকে বুধবার (২৯ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১ হাজার ৭২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৯৫ গ্রাম ৪০৫ পুরিয়া হেরোইন, ৬৫০ গ্রাম গাঁজা, ১৫টি ইনজেকশন ও ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview