Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শতাধিক শিশুকে ঈদের নতুন পোষাক দিলেন পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৪:৪৮ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৪:৪৮ PM

bdmorning Image Preview


পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের শতাধিক শিশুর হাতে ঈদের নতুন পোষাক তুলে দিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার।

মঙ্গলবার (২৮ মে) জেলা শহরের হাসননগর এলাকার শিশু পরিবারে গিয়ে ব্যক্তিগত তহবিল থেকে শতাধিক শিশুর হাতে ঈদের নতুন পোষাক তুলে দেন পুলিশ সুপার  মো. বরকতুল্লাহ খান।

পোষাক বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা বিষয়ক কর্মকর্তা সুচিত্রা রায়, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মো. আবদুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি কাজী মুক্তাদির, ডিআইটু আব্দুল লতিফ তরফদার প্রমুখসহ গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, আমি মনে করি অভিভাবকহীন এসব শিশুরা যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য প্রত্যেক সামর্থবান ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানবিক জাগ্রতবোধ থেকেই তাদের পাশে গিয়ে সহযোগীতার হাত প্রসারিত করা উচিত।

Bootstrap Image Preview