Bootstrap Image Preview
ঢাকা, ২০ মঙ্গলবার, মে ২০২৫ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উচ্চ আদালতে সেই ওসি মোয়াজ্জেমের আগাম জামিন আবেদন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় আলোচনায় উঠে আসা তৎকালীন সোনাগাজী থানার ওসি মোয়াজ্জেম হোসেন আগাম জামিনের জন্য আবেদন করেছেন উচ্চ আদালতে।

সোমবার (২৭ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়ার পর থেকে ওসি মোয়াজ্জেম কে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

পরবর্তীতে আদালত সূত্রে জানা যায়, আত্মগোপণে থেকেই তিনি উচ্চ আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেছেন। এ সময় ওসির পক্ষে অ্যাডভোকেট সালমা সুলতানা উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন বলে।

এর আগে গত ১০ এপ্রিল সোনাগাজী থেকে ওসি মোয়াজ্জেম হোসেনকে প্রত্যাহার করার পর ৮মে সাময়িক বরখাস্ত করে  রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়। পরে গত সপ্তাহে তিনি রংপুর রেঞ্জে যোগদান করেন।

প্রসঙ্গত, ফেনীর সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন যৌন হয়রানির অভিযোগ বিষয়ে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সায়েদুল হক সুমন বাদী হয়ে ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

সোমবার (২৭ মে) ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানালে শুনানি শেষে বিচারক গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এ বিষয়ে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসের স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, সংযুক্তির আদেশ দেয়ার পর কয়েক দিন আগে মোয়াজ্জেম হোসেন রংপুর রেঞ্জে যোগদান করেছেন। ঢাকায় পুলিশ সদর দফতরে তলব করায় তিনি ঢাকায় গেছেন বলে শুনেছি। এখন কোথায় আছেন সেটা জানি না।

Bootstrap Image Preview