Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চার প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জের ভৈরব শহরের বেশ কয়েকটি ফুড কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছে র‍্যাব।

বুধবার (২৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এই অভিযানে ৪টি কারখানা মালিককে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্যাট নিজাম আহমেদ।

অভিযানে ভৈরব শহরের লক্ষীপুর এলাকার এলিন ফুড প্রডাক্টসকে ৪ লাখ টাকা, বেবী ফুড প্রডাক্টস মালিককে ৫ লাখ টাকা ও বাগানবাড়ী অবস্থিত বিসমিল্লাহ ফুড কারখানা মালিককে ১ লাখ টাকা ও ইউনাইটেড হাসপাতালকে জরিমানা করা হয়।

কারখানাগুলোর বিরুদ্ধে নোংরা ও ময়লা পরিবেশে ভেজাল পণ্য উৎপাদন ও হাসপাতালে নোংরা পরিবেশ রাখার অভিযোগে এই জরিমানা করা হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার যুবায়ের আলম ও সহকারী কমান্ডার চন্দন কুমার।

Bootstrap Image Preview